গাজায় বন্দি প্রেমিকা, উতলা হয়ে উঠছেন ইসরায়েলি যুবক

মিডিয়া এক্সপ্রেস
প্রকাশিত : সোমবার, ২০২৩ অক্টোবর ২৩, ০১:৪৩ অপরাহ্ন

হামাস ইসরায়েলের ওপর স্থল, সাগর ও আকাশপথে হামলা চালানো শুরুর পর ইনবার হায়মান নামে এক তরুণীকে অপহরণ করে হামাস। ইনবার হায়মান ইসরায়েলের হাইফা অঞ্চলে চিত্রকলার শিক্ষার্থী। তিনি সুপারনোভা মিউজিক ফেস্টিভালে ভলান্টিয়ারের কাজ করছিলেন। অক্টোবরের ৭ তারিখে তাকে অপহরণ করা হয়।


বিভিন্ন ভিডিওতে দেখা যায় যখন গুলি ও হত্যা শুরু হয়, তখন ফেস্টিভালে আসা মানুষজন হতবাক হয়ে দিগ্‌বিদিক ছুটতে শুরু করে। গুলির শব্দ শোনা যায়, এ সময় ২৭ বছর বয়সী ইনবারও ছুটতে শুরু করেন। তবে তিনি হামাসের হাতে ধরা খান। তখন তার সঙ্গে থাকা দুই সঙ্গী পালাতে সক্ষম হন।


একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ইনবারকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যাচ্ছে দুজন হামাস সদস্য। তখন থেকে তার প্রেমিক নোয়াম আলন বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তার মুক্তির জন্য ধর্না দিচ্ছেন। দ্য মেসেঞ্জারকে তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে দুই সন্ত্রাসী তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে গাজায় নিয়ে গেছে।

আমি তাদের শুধু এটাই বলতে চাই যেন তাদের (হামাসের) যেন দয়া হয় এবং তাকে বাঁচিয়ে রাখা হয়। আমি সন্ত্রাসীদের কাছে খুব বেশি কিছু আশা করছি না। তবে তাকে যেন প্রয়োজনীয় খাবার ওষুধ দেওয়া হয় এটাই আমার প্রার্থনা।

নোয়াম বলেন, তিনি ইসরায়েলি ও যুক্তরাজ্য সরকারকে বন্দিদের ফিরে পেতে যা কিছু করা দরকার তা বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন।

২৪ বছর বয়সী আলন গার্ডিয়ান পত্রিকাকে বলেন, আমি মন থেকে বিশ্বাস করি সে আমাদের ভেতর ফিরে আসবে। কিন্তু আমাদের এ জন্য করণীয় সবকিছু করতে হবে। আলন আরও জানান, ইনবারের শিল্পী বন্ধুরা তার মুক্তির জন্য বিভিন্ন রাস্তাঘাটে শিল্পকর্ম আঁকিয়েছে।

মিউজিক ফেস্টিভালে অন্তত ২৬০ জনকে হত্যা করা হয়। এ সময় ইনবারকে বন্দি হিসেবে ধরে নেওয়া হয়। বিভিন্ন ভিডিওতে ফেস্টিভালে যাওয়া মানুষজনকে জীবনভিক্ষা করতে দেখা যায়। এ সময় তাদের মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে বন্দি হিসেবে নিয়ে যাওয়া হয়।


প্রকাশক কর্তৃক ৫৫/১ পুরানা পল্টন(৮ম তলা), ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং ১৬২/১ আরামবাগ গ্যালাক্সি প্রিন্টার্স থেকে মুদ্রিত।

Mobile : +88 01316 39 51 50 (News), +88 01816 19 58 12 (Ads)
E-mail : info.mediaexpressbd@gmail.com, info@mediaexpressbd.com

কপিরাইট © 2011-2023 Weekly Media Express
Design & Developed by Smart Framework